নওগাঁরপত্নীতলায় মঙ্গলবার বেলা ১১.০০টায় নজিপুর নতুনহাট বণিক কমিটির কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইস্যুতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ডিএফআইডি’র অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়নাধীন ডিগনিটি এ- লিডারশীপ ডেভলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রকল্পের (ডিএন্ডএলডিইএম) অংশ হিসাবে এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ১০জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মো. ফরহাদ হোসেন। সভায় পতœীতলা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও তা সমাধানে প্রকল্পে গৃহিত কর্মকা- উপস্থাপন করেন বিএসডিও কর্মসূচি সমন্বয়কারী মো. আতাউর রহমান। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য কর্মসূচীর সুবিধাসমুহ যাতে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পায় সে নিয়ে বাস্তবসম্মত সংবাদ ও ফিচার প্রকাশের জন্য সভা থেকে সাংবাদিকদের আহবান করা হয়। পরে মুক্ত আলোচনায় মতামত প্রকাশ করেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু সাইদ, দৈনিক করতোয়া প্রতিনিধি সামসুর রহমান (বুলবুল) চৌধুরী, দৈনিক প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ। উল্লেখ্য বিএসডিও পতœীতলা ও মহাদেবপুর উপজেলার ৪টি ইউনিয়নে ৩বছর মেয়াদী ডিএন্ডএলডিইএম প্রকল্প বাস্তবায়ন করছে।