দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপিঠ বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ছাত্র-শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসা হলরুমে কাসেমাবাদ দরবার শরীফের পীর মাওলানা আ.ফ.ম অহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান। গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সাইদ মোঃ কামেল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক তালুকদার উমর আলী, স্থানীয় কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর বাবুল খান, আওয়ামী লীগ নেতা সেকান্দার আলী প্রমুখ।