কুড়িগ্রামের ফুলবাড়ীতে দৈনিক যায়যায়দিন এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে। ১৫ জুলাই দুপুর ২ টা ৩০ মিনিটে ফুলবাড়ী শহরের আনন্দ মিডিয়ায় উপজেলা জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে এই অয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সংগ্রামী, সাধারন সম্পাদক আবেদ আলী, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক আবদুল কুদ্দুস, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল জলিল, ডিপ্লোমা প্রকৌশলী তফিকুল ইসলাম তপন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সেরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অপূর্ব লাল সেন, উপজেলা ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও স্টুডেন্ট কেয়ার হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান বাদল, ফ্রেন্ডস ফোরামের সহ-সভপতি ও স্টুডেন্ট কেয়ার হাইস্কুলের পরিচালক ডাক্তার মমিনুল ইসলাম, ফ্রেন্ডস ফোরামের সাংগঠনিক সসম্পাদক ও ফুলবাড়ী প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুর রহমান, ফ্রেন্ডস ফোরাম সদস্য ফারুক হোসেন ও মোজাম্মেলসহ আরও অনেকে।
কেক কাটার পর দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ উপস্থিত অতিথিদের কেক খাইযে দেন। অতিথিরাও সাংবাদিক ইউনুছ আলী আনন্দকে কেক খাইয়ে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সফলতা কামনা করেন।