সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিজেদের মনগড়া নিয়মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলিতে প্রতি বৃহস্পতিবার কিংবা সপ্তাহের অন্য দিন চলে কথিত হাফডে বা অর্ধ দিবস ক্লাস। ফলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে ৩ থেকে ৪ ঘন্টা নষ্ট হচ্ছে। আর শিক্ষকগন সুকৌশলে প্রাইভেট কোচিং বানিজ্য উৎসাহিত করছে।
প্রধান শিক্ষকগন বলছেন নিয়ম না থাকেলেও জেলা শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশে তারা অন্যান্যদিন রুটিন মাফিক পূর্ণ ক্লাস করলেও সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ক্লাসের সংখ্যা কমিয়ে দিয়ে কথিত হাফ আকারে প্রতিষ্ঠান চালাচ্ছেন।
সরজমিনে দেখা গেছে, শিক্ষকগণ অফিস, শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে বাড়ী চলে গিয়েছেন। কোন কোন শিক্ষকগণ নিজ নিজ বাড়ী কিংবা ভাড়া করা কোচিং ও প্রাইভেট বানিজ্যে যুক্ত হয়েছেন।
অথচ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুয়ারী ছুটির দিন ছাড়া প্রতি কর্ম দিবসে ৬ ঘন্টা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর নির্দেশ থাকলেও গোদাগাড়ীর শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে তা মানা হচ্ছে না। অন্য অন্য দিন দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলতে দেখা যাচ্ছে। ফলে ছাত্র ছাত্রীরা স্কুলে না গিয়ে কিংবা স্কুল থেকে পালিয়ে গিয়ে প্রাইভেট ও কোচিং বানিজ্যে যুক্ত হচ্ছে। অনেক শিক্ষক ক্লাসে ভালভাবে পাঠদান না করে স্কুল ফাঁকি দিয়ে প্রাইভেট ও কোচিং সেন্টারে ভালভাবে পাঠদান দিয়ে থাকেন বলে তার মিনি স্কুল খ্যাত প্রাইভেট সেন্টারে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান দেয়ার ব্যাপক অভিযোগ রয়েছে।
গোদাগাড়ী পৌরসভার যে সব শিক্ষা প্রতিষ্ঠান মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য কথিত হাফডে চালায় এবং শিক্ষকগণ গোদাগাড়ী, হাটপাড়া, হলেরমোড, চাইপাড়া, সুলতানগজ্ঞ, মহিশালবাড়ী, রেলবাজার, শিবসাগর, গোদাগাড়ী প্রাণিজ সম্পদ অফিস, বিদ্যুৎ অফিসের সামনে, বাসুদেবপুর, পিরিজপুর, প্রেমতলী, কুমুরপুর, রাজাবাড়ী, বিজয়নগর, কাঁকনহাট, হুজরাপুর, বিশ্বনাথপুর প্রভ’তি এলাকায় রাজকীয় ঘর ভাড়া নিয়ে টেবিল, চেয়ার, বেঞ্চ, বোর্ড নিয়ে মিনি স্কুল খুলে প্রাইভেট কোচিং বানিজ্যে যুক্ত রয়েছেন। তাদের মধ্যে শীর্ষে রয়েছে গোদাগাড়ী আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এ- কলেজ, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, আল ইসলা ইসলামি একাডেমী, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
উপজেলার প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, শহিদুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, আলকাতোলা উচ্চ বিদ্যালয়, চয়ন উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ পুর স্কুল এ- কলেজ, সোনাদীদি উচ্চ বিদ্যালয়, কাঁকনহাট উচ্চ বিদ্যালয়, কাঁকনহাট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়, হরিন বিসকা উচ্চ বিদ্যালয়, শেখের পাড়া উচ্চ বিদ্যালয়, বিদিরপুর উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, হুজরাপুর উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম স্কুল এ- কলেজ, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, প্রতিভা উচ্চ বিদ্যাল, দিগরাম উচ্চ বিদ্যালয়, লতিত নগর শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, রিশিকুল বালিকা উচ্চ বিদ্যালয়, চব্বিশ নগর স্কুল এ- কলেজ, আইহাই উচ্চ বিদ্যালয়, চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়, ভাটোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কদমশহর উচ্চ বিদ্যালয়, বলিয়াড্যাং উচ্চ বিদ্যালয়, ঝিকড়া উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব স্কুল সরকারী নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার কথিত হাফ ডে বা অর্ধ দিবস ক্লাস করে ছুটি দিয়ে দেন এবং শিক্ষকগণ প্রাইভেট ও কোচিং বানিজ্যে যুক্ত থাকেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।
এ ব্যপারে পিছিয়ে নেই মাদ্রাসা গুলি। দেখার যেন কেউ নেই যে যেমন ভাবে পারছেন তেমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন। মাঠ পর্যায়ে প্রতিষ্ঠানগুলির প্রশাসনের ভিজিট নেই বলেই এমনটি হচ্ছে। বৃহস্পতিবার ৩/৪ ঘন্টা এবং অন্য দিন ১/২ ঘন্টা শিক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে বলেই তারা উপায়হীনভাবে প্রাইভেট, কোচিং এ জড়িয়ে পড়ছে বলে সচেতন মহল মনে করেন।
বৃহস্পতিবার কথিত অর্ধ দিবস স্কুল চালানোর ব্যপারে সরাসরি কথা হয় গোদাগাড়ী অফজি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহমানের সাথে তিনি বলেন, অর্ধ দিবস প্রতিষ্ঠান চালানোর সরকারী কোন নির্দেশনা নেই। রাজশাহী জেলা শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশে চালিয়ে থাকি। প্রশাসনের নজরদারীতে আসলে এটা বন্ধ হয়ে যাবে।
বাসুদেবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান বলেন, সরকারী বিধিবিধান না থাকলেও আমরা একরকম দেখাদেখি করে বৃহস্পতিবার অধাবেলা ক্লাস করে স্কুল ছুটি দিয়ে থাকি।
আল ইসলা ইসলামি একাডেমীর প্রধান শিক্ষক মো: কোরবান আলীর সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, সরকারী নীতিমালায় নেই তবে জেলা শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশে বৃহস্পতিবার অর্ধ দিবস স্কুল চালায়। তিনি আরও জোর দিয়ে বলেন, দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার অর্ধদিবস পালন করেন।
রাজাবাড়ী রাজাবাড়ী হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতির এক অংশের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামানের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, বৃহস্পতিবার অর্ধ দিবসে স্কুল চালানোর ব্যপারে কোন সরকারী নির্দেশনা নেই তবে জেলা শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশে আমরা চালিয়ে থাকি।
ভুক্তভোগী অভিভাবক নাসিমা খাতুন, এ এম শাহিন, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান ফাতিমা খাতুন বলেন, অর্ধ দিবস স্কুল চালানো বন্ধ করে, প্রাইভেটবাজ ও কোচিংবাজ শিক্ষকদের গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করা দরকার। কেন না তারা ক্লাসে ঠিকভাবে পাঠদান না করে তাদের প্রাইভেট কোচিং সেন্টারে গাদাগাদি করে একরুমে ৫০-৫৫ জন শিক্ষার্থীকে এক সাথে পাঠদান করাচ্ছেন। প্রতি মাসে ৭শ থেকে ১ হাজার টাকা এবং উপজেলা সদরে আসতে রিক্রা, অটোভাড়া দিতে হয় প্রতিদিন ২০-৪০ টাকা। এটা অভিভাবকদের উপরে বাড়তি চাপ। প্রতিদিন ৫-৬ ব্যাচ পড়ান ফলে তারা মাসে আয় করেন ১ লাখ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। তাদের প্রতিষ্ঠানের চাকুরীর প্রতি কোন মায়া থাকে না। এ ব্যপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা জরুরী।
এ ব্যপারে গোদাাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দুলাল আলম বলেন, আমি গত ৮ জুলাই এখানে যোগদান করেছি। সরকারী নির্দেশনা অনুয়ায়ী কোন শিক্ষা প্রতিষ্ঠান হাফ ডে বা অর্ধ দিবস করতে পারেন না। কার্যদিবসে ৬ ঘন্টা চালানো জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত কোন শিক্ষক প্রাইভেট কোচিং বানিজ্যের সাথে যুক্ত থাকতে পারবেন না। কোন শিক্ষা প্রতিষ্ঠান যদি এ নির্দেশ অমান্য করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা মো: নাসির হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের হাফ ডে বা অর্ধ দিবস চালানোর কোন সরকারী বিধান নেই। ৬ মাস সকাল ৮ টা থেকে দুপুর ২ টা এবং ৬ মাস সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সরকারী বিধান রয়েছে।
গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান এ সরকারী নির্দেশনা অমান্য করেন তার বিরুদ্ধে অইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভুক্তভোগী অভিভাবক, শিক্ষার্থী, সচেতন মহল সরজমিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দুদুকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।