গাজীপুরের কাপাসিয়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০১৮ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে গাজীপুরের ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোঃ নূরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ¦ আমানত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলার ৩৫১টি কেন্দ্রের শিক্ষক থেকে ৩ জন শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকদের পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ শিক্ষকরা হলেন মোঃ কালাম উদ্দিন, মিজানুর রহমান ও মাসুদা। প্রতিবছর প্রত্যেক কেন্দ্রের ১০ জন কোরআন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।