মুলাদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাবীকে পিটিয়ে জখম করেছে ছোট দেবর। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মৃত আলাবক্স সরদারের ছেলে কাওছার সরদার তার স্ত্রীকে নিয়ে বড়ভাই মন্নান সরদারের স্ত্রী দোলেনা বেগমকে পিটিয়ে মারাতœক জখম করে। এ ঘটনায় পুলিশ দেবর কাওছার সরদারকে গ্রেফতার করেছে। দোলেনা বেগম জানান পারিবারিক ভাবে বিরোধ হওয়ায় কাওছার সরদার তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকে। ওই বিরোধের জেরধরে কাওছার প্রায়ই গরু-ছাগল দিয়ে তাদের ফসল-ফলাদি নষ্ট করে। রবিবার বিকালে কাওছার সরদারের পালিত ছাগল মন্নান সরদারের পাট ক্ষেত নষ্ট করলে তার স্ত্রী দোলেনা বেগম এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে কাওছার ও তার স্ত্রী সাজেদা বেগম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দা ও কাঠের রুয়া নিয়ে মন্নান সরদারের ঘরে প্রবেশ করে তার স্ত্রী দোলেনা বেগমকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে মারাতœক জখম করে হত্যার হুমকি দেয়। ওই সময় হামলাকারীরা দোলেনা বেগমের স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত দোলেনার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দোলেনা বেগম বাদী হয়ে সোমবার সকালে কাওছার ও তার স্ত্রীকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে পুলিশ কাওছার সরদারকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।