সোমবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা টিকিট সংগ্রহ করতে গিয়ে মহিলা ইউপি মেম্বার লাঞ্ছিত হয়েছেন।
এ ঘঁনায় মহিলা মেম্বার মনোয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৭,৮,৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড মেম্বার মনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, তিনি শারিরীক অসুস্থতার কারণে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে যান। এ সময় টিকিট সংগ্রহের লাইনে ভিড় থাকায় অনেক সময় অপেক্ষা করার পর তিনি নিজেকে একজন মেম্বার পরিচয় দিয়ে টিকিট সংগ্রহের জন্য অনুরোধ করলে দায়িত্বরত আউট সোর্সিং কর্মচারী লাভলু তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করেন বলে জানান। এ ঘঁনায় তাৎক্ষণিক উপস্থিত চিকিৎসকরা মিমাংশার চেষ্টা চালিয়েছেন বলে মহিলা মেম্বার সাংবাদিকদের জানান। এ বিষয়ে কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি নিষ্পত্তি করেছেন।