বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান বলেছেন, প্রাকৃতিক দূর্যোগ দেখে ভয় পেলে চলবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে কোন দূর্যোগ মোকাবেলা করতে প্রস্তুত রযেছে। তিনি আরো বলেন, দেশে বিপুল পরিমান ত্রান সামগ্রী মজুদ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক বন্যা কবলিত মানুষের খোঁজ খবর রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যা কবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তাই সরকারি ত্রান সামগ্রী বিতরণে কোন অনিয়ম হলে তা কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলা ভান্ডারবাড়ী ইউনিয়নের ৫ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপন প্রমূখ।