বগুড়ার শাজাহানপুর পুরের পল্লী চোপীনগর ইউনিয়নের বিহিগ্রাম পূর্বপাড়ায় ছয় বছরের এক শিশু ধর্ষন মামলার একমাত্র আসামি দুলাল মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।
আটক দুলাল মিয়া উপজেলার বিহিগ্রাম পূর্বপাড়া মৃত মকবুল হোসেনের পুত্র।রবিবার সন্ধ্যায় পুলিশের এক বিশেস অভিযানে তাকে বি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন জানান, রোববার সন্ধ্যার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে বাস যোগে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটির ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসের ৮ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে বিহিগ্রাম পূর্বপাড়ার রাজমিস্ত্রি আতিকুল ইসলামের শিশু শ্রেণীতে পড়-য়া ছয় বছর বয়সি শিশু কন্যা প্রতিবেশী মৃত মকবুল হোসেনের পুত্র দুলাল মিয়ার (৪০) মেয়ে সমবয়সি দোলা খাতুনের সাথে খেলাধুলা করার জন্য তাদের বাড়িতে যায়। সেসময় দোলা খাতুন ও তার মা বাড়িতে ছিল না। এই সুযোগে দুলাল মিয়া শিশুটিকে হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় ব্যথায় কান্নাকাটি করতে থাকলে দুলাল মিয়া চাকু বের করে ভয় দেখিয়ে কাউকে বলতে নিষেধ করে। পরে বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু না বলে শুধু পেট ব্যথা করছে বলে কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে পেট ব্যথার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসা করা হয়। কয়েকদিন আগে রাস্তায় দুলাল মিয়াকে দেখে শিশুটি নিজেকে লুকানোর চেষ্টা করে এবং ভয়ে আতঙ্কিত দেখায়।
একপর্যায়ে বাড়ির লোকজন জানতে চাইলে শিশুটি কেঁদে কেঁদে দাদীর নিকট ঘটনা খুলে বলে। পরে বিস্তারিত জেনে পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে রোববার শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।