জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুতে সৈয়দপুরে জাতীয় পার্টির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ওই শোক সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও প্রথমশ্রেনীর ঠিকাদার আলহাজ¦ জয়নাল আবেদীন। ওই শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিকুল আলম। এছাড়াও মরহুমের জীবনীর উপর বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টি কারখানা শাখার সভাপতি আবদুর রশিদ, জাপা নেতা জিএম কবির মিঠু, ফয়সাল দিদার দিপু, রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, আলতাফ হোসেন, শামসুদ্দিন অরুন, রওশন মাহানামাসহ অনেকে। শোক সভা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, কোরআনখানি ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত। ওই শোক সভায় জাতীয় পার্টির সকল নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশ নেয়।