বগুড়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। লাগাতার বৃষ্টিপাত ও উজানের পাহাড়ী ঢলে গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে ৪৮ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়ে এখন বিপন সীমার ১ মিটার(১০০সেঃমিঃ)উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতি মধ্যই উপজেলার প্রায় ৭টি ইউনিয়ন প্লাবিত হবার খবর মিলেছে।
অব্যাহত ভাবে বৃষ্টিপাতে বগুড়া জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকায় এলাকার চরাঞ্চলের মানুষের মধ্য বন্যাভীতি ছড়িয়ে পড়েছে। নদীতে পানি বৃদ্ধির কারণে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলা সহ শেরপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন সহ বিস্তৃর্ন নি¤œাঞ্চল নতুন করে তলিয়ে যাবার খবর পাওয়া গেছে। তলিয়ে গেছে পাট, আউশ ধানসহ বিস্তীর্ণ ফসলের ক্ষেত।
ইতিমধ্যই সারিয়াকান্দি ,সোনাতলা ও ধুনট উপজেলায় প্রায় ৪০হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ার খবর পাওয়া গেছে। সরকারী এক হিসাব মতে শুধু মাত্র দ্রুত পানি বৃদ্ধির কারণে অঞ্চলে সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্থানে ২০হাজার ৭শত ৫৫টি পরিবার বন্যার পানিতে আক্রান্ত হবার খবর নিশ্চিৎ করা হয়েছে। একই সাথে সরকারী ভাবে সারিয়াকান্দি উপজেলায় ২৬হাজার ৬ ৫হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে বন্যানিয়ন্ত্রন শেল জরুরী মিটিং করে পরবর্তি ত্রান তৎপরতা জোরদারের গুরুত্ব আরোপ করেছে।গতকাল সোমবার সারিয়াকান্দিউপজেলার প্রায় ৭টি ইউনিয়নে ত্রান বিতরন করে। স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান এ সময় বিভিন্ন বন্যাকাবলিত স্থানে ত্রান বিতরন করেন।
উজানের পানির ঢলে যমুনা নদীতে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার প্রায় ৫শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। অব্যাহত ভাবে পানি বৃদ্ধির কারণে উপজেলার শত শত বন্যা কবলিত পানুষ তাদের বস্বত ভিটা ছেড়ে উঁচু স্থানে আসতে শুরু করেছে। লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।
এদিকে গতকাল জেলার বাঙ্গালী করতোয়া নদী সহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত ভাবে বৃদ্ধি পাচ্ছে। পাউবো বলছে যমুনা ছাড়া জেলার সব কটি নদীর পানি এখনো বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে ৪৮ সেঃমিঃ। সোমবার বিকাল ৬টায় নদীর পানি বিপদসীমার ১মিটার(১০০ সেঃমিঃ) ওপর দিয়ে প্রবাহিত হবার খবর দিয়েছে পাউবো। ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার নদী তীর সংলগ্ন ও নিম্নাঞ্চল দুর্গম চর নতুন করে প্লাবিত হয়েছে। নদীর পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে।ফলে এলাকার বাসিন্দারা তাদের বাড়ী ঘড় ছাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধির কারণে পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। অব্যাহত ভাবে নতুন নতুন এলাকা প্লাবিত হবার কারণে ইত মধ্যই প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ধারনা করা হচ্ছে আগামি ২৪ ঘন্টায় যমুনায় পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকলে আরো ২০/২২টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হতে পারে। এলাকায় জরুরী ফ্লাড সেন্টার ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যা কবলিতদের ভীর বাড়ছে।
যমুনার ঢলে সারিয়াকান্দির চন্দনবাইশা, কর্নিবাড়ি, বোহাইল, চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়ন ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়ন, এবং সোনাতলার পাকুল্যা ও তেকানীচুকাইনগর ইউনিয়নে সোমবার সরাকারী ত্রান বিতরন শুরু করা হয়েছ্ ে
বগুড়া পাউবোরএক সূত্র মতে, যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে এখন পানি বিপদ সীমার ১ মিটার( ১০০ সেঃমি ) উঁচু দিয়ে পানি প্রবাহিত হবার খবর নিশ্চিত করেছে। স্থানীয় পাউবো সূত্রে আগামি ২৪ ঘন্টায় বৃদ্ধি অব্যাহত থাকার অভাস দিয়েছে।