খুলনার পাইকগাছায় প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ৩টি ইউনিয়নে গবাদি প্রাণির বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চাঁদখালী ইউনিয়নের কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২শটি গরু, ১৫০টি ছাগল, কপিলমুনি ইউনিয়নের নাবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরু ৮০টি, ছাগল ৯০টি এবং গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরু ১৬০, ছাগল ৩২৫ ও ভেড়া ৩২টিকে প্রদান করা হয়। টিকা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, উপ-সহকারী কেএম তৈয়ব আলী, সিল সুবল কুমার বিশ্বাস, ফসিয়ার রহমান, কামরুল আবেদীন, তরিকুল ইসলাম, শুভংকর গোলদার ও কর্মী সত্যরঞ্জন মন্ডল। গরুর এফএমডি ক্ষুরা ও ছাগল-ভেড়ার পিপিআর রোগের জন্য এসব টিকা প্রদান করা হয়।