খুলনার পাইকগাছায় দৈনিক যায়যায়দিন এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিনিধি এসএম আলাউদ্দিন সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, অধ্যাক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, ওসি (তদন্ত) মো. রহমত আলী, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, ইউপি সদস্য আবদুস সালাম কেরু, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি এফএমএ রাজ্জাক, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা সরকার আলী আহসান, যুবলীগ নেতা এমএমআজিজুল হাকিম, অ্যাড. হুমায়ুন কাদির, মোজাফ্ফার হাসান, প্রেসক্লাবের সদস্য সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।