যশোরে কেশবপুরে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিন ও যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার পৃথক জন্মদিন পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো কেক কাটা, আলোচনাসভা ও মিষ্টি বিতরণ। বিকেলে কেশবপুর প্রেসক্লাব হল রুমে যায়যায়দিন পাঠক ফোরামের সভাপতি প্রভাষক নির্মল অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথিখর বক্তব্য রাখেন কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহিন, অ্যাডভোকেট মিলন মিত্র, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী। সাংবাদিক উৎপল দের সঞ্চালনায় অনুষ্ঠানেস্বাগত বক্তব্য রাখেন যায়যায় দিনের কেশবপুর প্রতিনিধি তন্ময় মিত্র বাপী। অপর দিকে সকালে কেশবপুর প্রেসক্ল¬াব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ-উজ-জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক। স্বাগত বক্তব্য বক্তব্য দেন দৈনিক প্রতিদিনের কথা'র কেশবপুর প্রতিনিধি উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু।