যশোরের কেশবপুরে পুলিশে চাকরী দেয়ার নামে বিধবার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে আত্মসাৎ করার মামলায় আবদুর রাজ্জাককে রোববার পুলিশ গ্রেফতার করেছে। প্রতারিত রহিমা বেগম বাদি হয়ে আবদুর রাজ্জাককে আসামি করে থানায় মামলা করেন, যার নং-১১।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৭ নভেম্বর পৌর এলাকার সরফাবাদ গ্রামের মৃত মুছাব্দী সরদারের স্ত্রী রহিমা বেগমের ছেলে তরিকুল ইসলামকে পুলিশে চাকরী দেয়ার কথা বলে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় মঙ্গলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আবদুর রাজ্জাক। দীর্ঘ দিনে সে পুলিশে চাকরী দিতে ব্যর্থ হলে ওই বিধবা মহিলা তার পাওনা টাকা ফেরৎ চায়। এ সময় স্বাক্ষীগণের সামনে আবদুর রাজ্জাক তাকে ২ লাখ টাকা ফেরৎ দিলেও অবশিষ্ট ২ লাখ টাকা ফেরৎ দিতে তালবাহানা শুরু করে। একপর্যায়ে টাকা চাইতে গেলে আবদুর রাজ্জাক তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় গত ৪ এপ্রিল বিধবা রহিমা বেগম তার পাওনা টাকা ফিরে পেতে আবদুর রাজ্জাককে বিবাদি করে কেশবপুর পৌরসভার মেয়রের কাছে একটি লিখিত অভিযোপত্র দাখিল করেন। পৌরসভার মেয়র আবদুর রাজ্জাককে পর পর ৩ বার নোটিস করলেও তিনি হাজির না হলে অবশেষে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বাদিকে বিজ্ঞ আদালতে শ্মরণাপন্ন হওয়ার জন্য প্রতিবেদন দাখিল করেন। ১৫ জুলাই রহিমা ্েবগম কেশবপুর থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযোগটি আমলে নিয়ে আসামি আবদুর রাজ্জাককে আটক করে।
এ ব্যাপারে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. শাহিন বলেন, প্রতারক আবদুর রাজ্জাক পুলিশে চাকরি দেয়ার নামে বিধবার টাকা হাতিয়ে নেয়। তাকে প্রতারণা মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।