সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এর আগে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে উপস্থিত হয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করে।
যায়যায়দিন পত্রিকার নিয়ামতপুর প্রতিনিধি শাহজাহান শাজুর সঞ্চালনায় বক্তৃতা করেন ওসি শামসুল আলম শাহ্, সম্পাদক জনি আহম্মেদ, যুগান্তর প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ডিএসবি সিদ্দিকুর রহমান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী বদিউল আলম ও উপজেলার সকল সংবাদকর্মী