কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা নূর লিপি কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মঙ্গলবার (১৫ জুলাই) কিশোরগঞ্জ সার্কিট হাউজে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিণিময় সভায় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুৃল কাদির মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, এ্যাসিলেন্ড রাবেয়া আক্তার, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক প্রমুখ। সভাশেষে কিশোরগঞ্জ - ১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা নূর লিপি সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের মধ্যে গাছের চারা বিতরণ করেন। পরে তিনি ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেন।