কাহারোলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক সামাজিক নিরাপত্তা বিষয়ে সিটিজেন ভয়েস এ- একশন (সিভিএ) এর প্রারম্ভিক বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা এনজিও ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ১৪ জুলাই সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নিরাপত্তা বিষয়ে সিটিজেন ভয়েস এ- একশন (সিভিএ) এর প্রারম্ভিক বিষয়ে কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবদুল মালেক সরকার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মৌসুমী আক্তার। অন্যান্যের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রহমত আলী, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আতাউর রহমান বাবুল, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, ওয়ার্ল্ড ভিশন এডিপি কাহারোল এর ম্যানেজার কুহু হাগিদক, সিভিএ কোরটিমের সভাপতি মোঃ রশিদুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন বক্তৃতা করেন। কর্মশালাটি পরিচালনা করেন, মারিও তপন মন্ডল।