কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ জুলাই) বিকেলে হোসেনপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার।
দৈনিক যায়যায়দিনের হোসেনপুর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম খায়রুলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, ওমর ফারুক খান জনি, খায়রুল ইসলাম, কবির আহমেদ, মো. অলিউল্লাহ, এস এম হৃদয়, কবি জামাল উদ্দিন প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামন থেকে একটি র্যালি বের করা হয়।