নওগাঁর মান্দায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার মুশফিকুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপপরিচালক নুর মোহাম্মদ, সহকারি উপপরিচালক রাজিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, বেলাল হোসেন খান, ইব্রাহীম আলী বাবু, নওফেল আলী মন্ডল প্রমুখ।