বগুড়ার আদমদীঘিতে রবিবার বিকেলে মুক্তিযোদ্ধার বাড়ির আলমারি ড্রয়ার ভাংচুর করে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণলংকার চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার এলাকার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের স্ত্রী রবিবার বিকেলে বাড়ির মেইন গেটে তালা দিয়ে বাড়ির বাহিরে যায়। এ সুযোগে চোরেরা বাড়ীর প্রাচির টপকিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে আলমারীর ড্রয়ার ভেঙ্গে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণলংকার চুরি করে নিয়ে যায়। ঘটনাটি পুলিশ কে জানানোর পরপর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লেখা পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার করত পারেনি পুলিশ।