পাবনার সুজানগরে কাঁচা মরিচের দাম লাফি লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার হাট-বাজারে তিনদফা দাম বৃদ্ধি পেয়েছে। এতে কাঁচা মরিচ এক শ্রেণির মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
সরেজমিন খোঁজ-খবরকালে ভুক্তভোগী মরিচ ক্রেতা আবদুল মজিদ, আবদুল মালেক ও রতন বিশ্বাসসহ অনেকেই জানান, গত মঙ্গলবার সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকা দরে। এর তিনদিন পর অর্থাৎ গত গত শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করা হয় ১০০টাকা দরে। আর গত সোমবার সুজানগর পৌর বাজারসহ অধিকাংশ হাট-বাজার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ১৩০থেকে ১৫০টাকা দরে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিনদফা বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে বর্তমান বাজারে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে। এদের মধ্যে ২/৪ জন অতি প্রয়োজনে কাঁচা মরিচ কিনলেও ১/২‘শ গ্রামের বেশি কিনতে পারছেন না। অনেকে আবার কাঁচা মরিচের বিকল্প হিসাবে শুকনা মরিচ কিনছেন। পৌরসভার রাধানগর গ্রামের ভ্যানচালক আবদুর রাজ্জাক বলেন গত রোববার কাঁচা মরিচ কিনতে পৌর বাজারে গিয়েছিলাম। কিন্তু দাম বেশি জন্য কিনতে পারি নাই। পরে কাঁচা মরিচের পরিবর্তে শুকনা মরিচ কিনেছি। এ ব্যাপারে পৌর বাজারের সবজি ব্যবসায়ী আতাউর রহমান বলেন বৃষ্টি ও বর্ষায় মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের আমদানি কম গেছে। সেকারণে হাট-বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি বাড়লেই দাম কমে যাবে। তবে ভুক্তভোগী ক্রেতা পিন্টু মন্ডল এবং রব্বান সরদারসহ অনেকেই অভিযোগ করে বলেন হাট-বাজারে কাঁচা মরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় দাম বাড়িয়ে বিক্রি করছেন।