দায়িত্ব পালনকালে পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া ট্রাকের ধাক্কায় এবং কনেস্টবল আবুয়াল অটোরিকসার ধাক্কায় গুরুত্বর আহত হয়েছেন। গুরুত্বর আহত উভয়কে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ও নগরীর কাকলি সিনেমার হলের মোড়ে পৃথক দুটি দুর্ঘটনায় তারা আহত হয়েছেন। নলছিটি থানা পুলিশের সহায়তায় ঘাতক ট্রাক ও তার চালক জলিল সিকদারকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিড়ো পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় যমুনা গ্রুপের একটি কাভার্ট ভ্যান ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলো। ভ্যানটিকে থামানোর জন্য সিগন্যাল দিলে তা অমান্য করে কাভার্ট ভ্যানটি চলে যায়। এরপর সার্জেন্ট গোলাম কিবরিয়া গাড়িটিকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে বেপরোয়াগতির ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে প্রায় একইসময়ে দায়িত্বরত অবস্থায় নগরীর কাকলি হলের মোড়ে অটোরিকসার ধাক্কায় আহত হয়েছেন আবুয়াল নামের এক ট্রাফিক পুলিশের কনেস্টবল।