নীলফামারীর তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গতকাল রবিবার হতে বৃষ্টিপাত কমে যাওয়ায় নদীর পানি দ্রুতগতিতে নেমে যাচ্ছে। তবে ইতমধ্যে সর্বনাশা বন্যা তিস্তার দুইপাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহৃ রেখে গেছেন। বন্যার কারণে ভেসে গেছে অসংখ্য ঘর-বাড়ি। ভেঙ্গে গেছে রাস্তাঘাট, ব্রীজ কালর্ভাট ও পাকা, কাঁচা সড়ক ভেঙ্গে অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সরকারী ত্রান তৎপরতা রয়েছে অপ্রতুল। নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র সুত্র মতে, আজ সোমবার তিস্তা বিদসীমার কাছাকাছি (৫২.৬০ সেমি) এ প্রবাহিত হচ্ছে। নীলফামারীর ডিমলা উপজলায় গত কয়েকদিনের সৃষ্ট বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় বাঁধ, উঁচু সড়ক, আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয় দুর্গতরা। এর মধ্যে খাদ্য সংকটে পড়েছেন বানভাসীরা। অনেকের ঘরে খাবার থাকলেও তা রান্না করে খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না তারা। এতে করে বানভাসীদের মাঝে শুকনা খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে। এদিকে গতকাল শনিবার ও রবিবার দুইদিনে বানভাসীদের মাঝে সরকারী ভাবে ২ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরন করা হয়। কিন্তু চাহিদা অনুযায়ী শুকনা খাবার পাওয়া যাচ্ছেনা বলে জনপ্রতিনিধিরা অভিযোগ করেছে। এ ছাড়া যে চাল বরাদ্দ দেয়া হয়েছে সেই চালও বিতরন করা নিয়ে সমস্যা রয়েছে বলেও একই অভিযোগ তাদের। জানা যায় জেলা প্রশাসনের পক্ষে তিস্তা নদীর বন্যা আক্রান্ত পরিবারগুলোর জন্য ১৫০ মেট্রিকটন চাল, দেড় হাজার প্যাকেট শুকনা খাবার, নগদ ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। শুকনা খাবারগুলো বিতরন হলেও এখনও চাল ও নগদ টাকা বিতরন করা হয়নি। জনপ্রতিনিধিরা জানায়, চালের পরিবর্তে শুকনা খাবার ও নগদ টাকা বিতরন করা যেতে পারে। তারা জানায়, বন্যা কবলিত ইউনিয়নগুলোতে চাল বরাদ্দ দেয়া হলেও এখনও নগদ টাকা বরাদ্দ দেয়া হয়নি। সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীর বন্যা ও ভাঙ্গনের কবলে পড়ে ডিমলা উপজেলার ৮৬ টি পরিবার বসত ঘর ভেঙ্গে অন্যত্র সরে গেছে। এর মধ্যে ঝুনাগাছ চাঁপানীতে ৭০ পরিবার, খালিশাচাঁপানী ও টেপাখড়িবাড়ীতে ৫ পরিবার করে ১০ পরিবার, খগাখড়িবাড়িতে ৪ ও পূর্বছাতনাইয়ে ২ পরিবার রয়েছে। এ সকল পরিবারের বসতগুলো সরকারীভাবে দেয়া নৌকার সহায়তায় নিরাপদে সরিয়ে নেয়া হয়। জানা যায়, জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের ফরেস্টের চরের ৭শ পরিবার ভেন্ডাবাড়ি চরের ২শ পরিবার, খালিশাচাপানীতে ১১ শ পরিবার, খগাখড়িবাড়িতে ৩ শ পরিবার, পূর্বছাতনাইয়ে ৮৯২ পরিবার বন্যার কারণে প্রত্যক্ষ ক্ষতির শিকার হয়েছেন। এদিকে ডিমলা উপজেলার বন্যায় প্রতিটি ইউনিয়নে মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে। মেডিকেল ক্যাম্পগুলোতে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও জর সর্দি কাশির ওষুধ বিতরন করা হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন। ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান, ত্রান কার্যক্রম অব্যাহত রয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, গত দুইদিনের চেয়ে তিস্তার পানির উজানের ঢল কমে এলে এখনও বিপদসীমার কাছাকাছি রয়েছে। বিপদসীমার (৫২ দশমিক ৬০) সেমি এ প্রবাহিত হচ্ছে তিস্তা।