পাবনার চাটমোহরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে ধর্ষনের শিকার ওই গৃহবধূ বাদি হয়ে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি উপজেলার বিলচলন ইউনিয়নের সোহারপাড়া গ্রামে। ধর্ষক একই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের ছেলে সেলিম হোসেন (২৭)। সে ঐ গৃহবধূর সম্পর্কে মামা শ্বশুর। অভিযোগের পরেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছে। গতকাল সোমবার আটককৃত সেলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত ২ জুলাই দুপুরে গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে লম্পট সেলিম বাড়িতে ঢুকে গৃহবধূকে জিজ্ঞাসা করে,মামা কোথায় গেছেন। গৃহবধূ তার প্রশ্নের জবাবে সরল মনে বলে দেন বাড়িতে নেই। তখন সে বাড়ির ঘরে প্রবেশ করে গৃহবধূর হাতে পাঁচশ টাকা দিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য অনুনয় বিনয় করে। গৃহবধূ ঐ লম্পটের মনোভাব খারাপ দেখে তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। লম্পট তার কথায় ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে গৃহবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় ঐ গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে লম্পট সেলিম দ্রুত ঘর থেকে পালিয়ে যায়।
বিষয়টি কাউকে কিছু না জানাতে এবং ন্যায্য বিচার পাইয়ে দিতে গৃহবধুর পরিবারকে চাপ দেয় এলাকার প্রধানগণ ও ধর্ষকের পরিবার। দীর্ঘদিন অতিবাহিত হলে ধর্ষিতার পরিবার কোন বিচার না পেয়ে রবিবার দুপুরে চাটমোহর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান,অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার সকালে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগের পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়।