‘পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি সম্মত খাবার’-এ প্রতিপাদ্য নিয়ে সোমবার পাবনার চাটমোহরে উদ্বোধন করা হয়েছে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। মেলা উপলেক্ষে সকালে বের হয় বর্নাঢ্য র্যালী। স্থানীয় সরকারি আরসিএন এ- বিএসএন মডেল পাইল হাইস্কুল মাঠ বালুচরে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন। উপজেলা প্রশাসনের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান রশীদ হোসাইন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া,মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল,উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ মান্নান মুন্নাফ,প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন,রকিবুর রহমান টুকুন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে পেয়ারার চারা বিতরণ করা হয়। ৫ দিনব্যাপী এই মেলায় ৪০টি নার্সারীর ৩১ টি স্টল বসেছে। আগামি ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।