পাবনার চাটমোহরে রাতের আঁধারে মৎস্য পোনা উৎপাদনের জলাশয়ের পাড় কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মৎস্য পোনা ব্যবসায়ীদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযোগে জানা গেছে,রামনগর গ্রামের রফিকুল ইসলাম রফিকের ১০ বিঘা জলাশয় লীজ নিয়ে কয়েকজন মৎস্য ব্যবসায়ী মাছের পোনা উৎপাদন করেন। কয়েকদিনের মধ্যেই পোনা বিক্রি শুরু হবে। কিন্তু রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই জলাশয়ের পাড় কেটে বিলের সাথে সংযুক্ত করে দেয়। এতে উৎপাদিত পোনার সিংহভাগ বিলে চলে যায়। জলাশয়ের পাহারাদার বাড়িতে গেলে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। মৎস্য পোনা উৎপাদকারী ব্যবসায়ী রোকন মোল্লা ও সজল কুন্ডু জানান,তাদের উৎপাদিত পোনার সিংগভাগ বের হয়ে চলে গেছে। এতে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জলাশয়ের মালিক চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান,শত্রুতা করে কেউ আমাদের ক্ষতির জন্যই এই ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হবে বলে তিনি জানান।