বাগেরহাটের চিতলমারী ইন্টারনেট ওয়াইফাই পরিচালক মোঃ হাসিবুর রহমান হাসু (৩০) ও তার কর্মচারী মানস মন্ডল (২৪) অতর্কিত হামলা আহত হয়েছেন। বাখেরগঞ্জ বাজারের স্থানীয়রা উদ্ধার করে তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওয়াইফাই লাইন দেখার জন্য বাখেরগঞ্জ বাজারের গ্রাহকদের কাছে গেলে রবিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিষয়টি নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর শুনে পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন বলে জানান চিতলমারী থানার নবাগত পরিদর্শক মীর শরিফুল হক। চিতলমারী শেরে বাংলা ডিগ্রি কলেজর সাবেক অধ্যক্ষ মোহসীন আলী রেজা এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীনের ছোট পুত্র হাসিবুর রহমান হাসু।