ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ওয়েষ্টার্ণ মেরিন সার্ভিসেস তাদের প্রধান কার্যালয়ের ২৫বছর পূর্তি উদযাপন করেছেন। আজ সোমবার সকালে দক্ষিণ চট্টগ্রামের পটিয়াস্থ ওই কার্যালয়ের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ক্যাপ্টেন সোহেল হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ ফজলে রশিদ ও অন্যান্য পরিচালকবৃন্দসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা- কর্মচারীগণ।
এসময় ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ ফজলে রশিদ তাঁর স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সোহেল হাসান, মোঃ সাখাওয়াত হোসেন ও মনজুর মোরশেদ চৌধুরীকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটির সার্বিক আবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৪ সালে এই তিনজন মিলে প্রতিষ্ঠানটি গঠন করেন। পরে আরও ৪ জন শেয়ার হোল্ডার পরিচালক আবু মোঃ ফজলে রশিদ, আরিফুর রহমান খান, মোহাম্মদ আবদুুল মবিন ও শাহ আলম বাবুলকে নিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত এগিয়ে যায়।
ভাইস চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আমরা ছোট একটি ওয়ার্কশপ থেকে শুরু করে ছিলাম। আজ আমরা একটি গ্রুপ অব কোম্পানীতে পরিণত হয়েছি। এ পর্যন্ত এখানে প্রায় ২৫শ’ লোকের কর্মসংস্থান হয়েছে। এখান থেকে দেশে এবং বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ক্যাপ্টেন সোহেল হাসান তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের আজকের এই অবস্থানে আসার জন্য সবার নিরলস পরিশ্রম ছিল। সকল পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের এজন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে প্রতিষ্ঠানের আরও উন্নতি সাধনের দিক নির্দেশনা প্রদান করেন তিনি।