রাজশাহীর বাঘায় মাছ চাষিদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মাছ চাষদের সাবলম্বী করার লক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চলের চাষিদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এবং ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম এ উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আ.লীগের নেতা সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু প্রমুখ।