নওগাঁর সাপাহারে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালীর বের করা হয়।
বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন।
এ সময় র্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কল্যাণ চৌধুরী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,এসিল্যান্ড সোহরাব আলী, সাপাহার উপজেলা প্রেসক্লাব সভাপতি ও যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি বাবুল আকতার,সাধারণ সম্পাদক ্আদম আলী, সাপাহার প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক,সাধারণ সম্পাদক গোলাপ খন্দকার, কালের কন্ঠ ও করতোয়া প্রতিনিধি তছলিম উদ্দীন,সাংবাদিক নয়ন বাবু,আবুল হোসেন সহ উপজেলার সকল সংবাদকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।
র্যালী শেষে উপজেলা প্রেস ক্লাবে উৎসবমূখর পরিবেশে কেক কাঁটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।