নওগাঁর রাণীনগরে অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পরার অভিযোগে আলতাব হোসেন (৩৫) ও প্রায় ৪০ বছর বয়সি এক স্বামী পরিত্যাক্তা মহিলাকে আটক করে থানাপুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় থানা পুলিশ মামলা রুজু করে গতকালই আটককৃতদের আদালতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের কুনৌজ গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,কুনৌজ দক্ষিন পাড়া গ্রামের মৃত আশকর আলী খাঁনের ছেলে আলতাব আলী খাঁন রোববার গভীর রাতে স্বামী পরিত্যাক্তা এক মহিলার ঘড়ে ঢুকে অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পরে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এরপর থানাপুলিশে খবর দিলে থানাপুলিশ গতকাল সোমবার তাদেরকে থানায় নিয়ে আসে। রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম জানান, অসামাজিক কার্যকলাপে জরিত থাকার দায়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।