লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর শাহ্াজালাল ইসলামি ব্যাংকের উদ্যোগে রোববার বিকেলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শাহ্াজালাল ইসলামি ব্যাংক সোনাপুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ বেলাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্াজালাল ইসলামি ব্যাংক লিঃ এর নির্বাহী কমিটির চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ উমেষ চন্দ্র লধ,শাহাজালাল ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা কামাল হোসেন,উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আকম রুহুল আমিন,থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, করপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল হক মজিব,ভোলাকোট ইউপি চেয়ারম্যান মোঃ বশির আহম্মেদ মানিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুগ্ন আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল,সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমূখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে রামগঞ্জ সরকারী কলেজ, মডেল কলেজ, জিয়াউল হক উচ্চবিদ্যালয়ের ৯শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি ও সম্মামনা দেওয়া হয়।