লক্ষ্মীপুরের রামগঞ্জ সাংবাদিক কার্যালয়ে সোমবার দুপুরে জেজেডি ফের্ন্ডস ফোরামের উদ্যোগে যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আইন শৃংখলায় বিশেষ অবদান রাখায় থানার ওসি মোঃ আনোয়ার হোসেন,মানবতার সেবায় বিশেষ অবদানে এস.আই জহির উদ্দিন এবং প্রতিবন্ধী চিকিৎসক ডাঃ পিএল সাহা (প্রীতম) কে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়। ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা আবু ছায়েদ মোহনের এর সভাপতিত্বে এবং এশিয়ান টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ওসি মোঃ আনোয়ার হোসেন,এস.আই জহির উদ্দিন,প্রতিবন্ধী চিকিৎসক পিএল সাহা প্রীতম,ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা বেলায়েত হোসেন বাচ্চু,জাকির হোসেন মোস্তান,মোঃ আবু তাহের হৃদয়,মোঃ কাউছার হোসেন,পপুলার ফাউন্ঢেশনের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন,ব্যবসায়ী রবিউল ইসলাম,মোঃ স্বপন, পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম নবাব,ফোরামের সদস্য,মোঃ আবদুর রহমান,রুবেল,ফয়সাল,রাছেল প্রমুখ।