পাবনার বেড়া মডেল থানা পুলিশ যমুনা নদীতে ভাসমান অজ্ঞাত এক যবুকের (২৫) লাশ উদ্ধার করেছে। লাশের পরনে টি শার্ট ও হাত পা রশি দিয়ে বাধা অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।
বেড়া মডেল থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের নতুন পেচাকোলা গ্রামের পাশের যমুনা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বেড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ দুপুর একটার সময় ওই স্থান থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করেন।
এব্যাপরে বেড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিদ মাহমুদ খান বলেন, লাশটি এলাকার নয়। এলাকার কেউ তাকে চিন্তে পারছেনা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কোন অপরাধীরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। পানির স্্েরাতে ভাসতে ভাসতে এখানে এসেছে। তবে ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে। আইনি প্রক্রিয়া চলবে।