বিভাগ জুড়ে প্রায় প্রতিদিনই ঘটছে বিদ্যুৎস্পৃষ্টে মানুষের মুত্যুর ঘটনা। বরিশাল বিভাগে চলতি জুলাই মাসে ১২ জন মারা গেছে। সর্বশেষ রবিবার (১৪ জুলাই) রাতে নগরীর সদর রোড এলাকার বেলভিউ মেডিক্যাল সার্ভিস নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন শীল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফেরদাউস জানান, মৃত সুমন ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। সুমনের মা দিপালী রানী শীল জানান, রবিবার ভোলা থেকে তার চিকিৎসা করানোর জন্য বরিশাল নগরীর বেলভিউ মেডিক্যাল সার্ভিসে চিকিৎসকের চেম্বারে আসে সুমন। রাতে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখানোর জন্য চিকিৎসকের জন্য চেম্বারের সামনে অপেক্ষায় ছিলেন তারা। এ সময় সুমনের শিশু সন্তান দুষ্টুমি শুরু করলে তাকে শান্ত করতে সামনের দিকে এগিয়ে যায় সুমন। এ সময় লোহার একটি কলাপসিবল গেটে হাত লাগা মাত্রই সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। কলাপসিবল গেটটি আগে থেকে বিদ্যুতায়িত ছিলো। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে একটার দিকে সুমনের মৃত্যু হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এর আগে গত ১২ জুলাই বিদ্যুপৃষ্ট হয়ে চারজন মারা গেছে। তারা হলেন-গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লায় এইচএসসি পরীক্ষার্থীনী সুরাইয়া জান্নাত খাদিজা (১৮), পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে সাহেব আলী সিকদার (৫০) নামের গাছকাটা শ্রমিক মারা গেছে। নিহত সাহেব আলী পার্শ্ববর্তী বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা। একইদিন ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মিলন হোসেন (৩৫) নামে এক রাজমিস্ত্রি মারা গেছে। সে (মিলন) উপজেলার সূর্য্যপাশা গ্রামের আলমগীর হোসেনের পুত্র। ভবনের ছাদের ওপর কাজ করার সময় হাতে থাকা লোহার রড বিদ্যুতের তার স্পর্শ করলে মিলন বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওইদিনই একই উপজেলায় বাড়ির ছাদে পল্লী বিদ্যুতের পরে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মগড় ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বিপ্লব খান রায়হান (২৫)।
এরআগে ১১ জুলাই বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক দম্পতি মারা গেছে। কৃষক কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০) নিজ বসতবাড়ি সংলগ্ন পাট ক্ষেতে বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
১০ জুলাই বানারীপাড়া থানা কমপ্লেক্স সংলগ্ন নির্মানাধীন একটি ভবনে রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম খান (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯ জুলাই বরিশাল নগরীর রূপাতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মাহাতাব হোসেন (৩৫) নামের আরেক নির্মাণ শ্রমিক। ৭ জুলাই চরফ্যাশন উপজেলার ওচমানগঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে এনামুল হক মিয়াজী (৪০) নামের এক যুবক মারা গেছে। একইদিন পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে কাদের আকন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
৩ জুলাই পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হাওলাদার নামের এক শ্রমিক মারা গেছে। নির্মান কাজে ব্যবহত পানি সরবরাহের জন্য বৈদ্যুতিক মটরে সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়েছিলেন।
এদিকে বিদ্যুৎস্পৃষ্টে অধিকাংশ দূর্ঘনার জন্য বিদ্যুৎ বিভাগের উদাসিনতাকে দায়ী করেছে নিহতের স্বজনরা। যথাযথ বিদ্যুৎ সংযোগ তার ছিড়ে পড়ার পর সঠিক সময়ে মেরামত না করায় মানুষ দূর্ঘটনার শিকার হচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে এমন অভিযোগ সঠিক নয় দাবী করে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী শংকর কর বলেন, বিদ্যুৎ সম্পর্কে মানুষের অধীক সচেতন হতে হবে। যে সকল খালিস্থান থেকে বিদ্যুতের তার টানা হয়েছে এখন সেই সকলস্থানে গৃহ বা ভবন নির্মাণ হচ্ছে। যার কারণে ভবনের বেলকুনি কিংবা ছাদের উপরে বিদ্যুতের তারের অবস্থান। তাই ঘটছে দূর্ঘটনা। তিনি আরও বলেন, ঝড় কিংবা দূর্যোগে তার ছিড়ে পড়লে তৎক্ষনিক আমাদের কাছে কোন অভিযোগ আসেনা। যখন ওই ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে কেউ একজন মারা যায়, তখনই কেবল আমরা জানতে পারি। তিনি বলেন, ইতোমধ্যে সারাদেশব্যাপী ইউআরআইডিএস প্রকল্পের মাধ্যমে পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ সংযোগ (ঘর-বাড়ির ছাঁদ ও বেলকুনি ঘেষা সংযোগ তার) গ্রাহকদের বিনা খরচে সরিয়ে দেয়া হচ্ছে। এতে করে দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে।