নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য রয়েছে প্রায় কয়েক শতাধিক কোয়ার্টার। এ কোয়ার্টারগুলো নির্মাণ করা হয়েছে চুন, সুরকি দিয়ে প্রায় দেড়শ’ বছর পূর্বে। ইতোমধ্যে ওই কোয়ার্টারগুলো পরিত্যক্ত ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পরিত্যক্ত ওই কোয়ার্টারগুলো কর্তৃপক্ষের যোগশাজসে বেহাত হয়ে গেছে। কেউ কেউ কর্তৃপক্ষের কাছ থেকে ভাঙ্গাচুড়া ওই কোয়ার্টারগুলো অর্থেও বিনিময়ে দখলে নিয়ে সেগুলো ভেঙ্গে বসবাসের উপযোগী করেছেন। আবার কেউ কেউ ওই ভাঙ্গাচুড়া কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করছে। তারা জানেন না এ কোয়ার্টারগুলো বসবাসের জন্য নিরাপদ নয়। যে কোন সময় শত বছরের এ কোয়ার্টারগুলো ধ্বসে গিয়ে প্রানহানীর ঘটনা ঘটতে পারে। তারই প্রমাণ স্বরুপ গত ১৪ জুলাই রাতে গার্ডপাড়ায় রেলওয়ে কোয়ার্টারের ছাঁদ ধ্বসে পড়ে। ভাগ্যক্রমে বেঁচে যায় ওই কোয়ার্টারে বসবাসরত পরিবারটি। সৈয়দপুর রেলওয়ে সূত্রে জানা গেছে গত ১৪ জুলাই পি-৮৫/সি কোয়ার্টারটির হঠাৎ করে ভবনের ছাঁদ বিকট শব্দে ধ্বসে পড়ে। এতে অন্যান্য কোয়ার্টারে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের ধারণা না জানি আমাদেরও কোয়ার্টার কখন ধ্বসে পড়ে প্রানহানী ঘটে। তাই তো সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টারে বসবাসকারীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। কর্তৃপক্ষ বলছেন অতিবর্ষণের কারণে ওই ছাঁদ ধ্বসের ঘটনা ঘটেছে। রেলওয়ে পূর্ত বিভাগ জানায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেল কর্মচারী ও গার্ডদের জন্য গার্ডপাড়ায় একাধিক ভবন রয়েছে। দেড়’শ বছরের পুনোনো ওই কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় কর্মচারীরা আতঙ্ক নিয়ে বসবাস করছে। রেলওয়ে পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, গত এক সপ্তাহে এ অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে। অতিবর্ষণের কারণে কোয়ার্টারের ছাঁদ ধ্বসে পড়েছে বলে জানান তিনি। শহরের সচেতন মহলের প্রশ্ন রেলওয়ের পরিত্যক্ত ওই কোয়ার্টারগুলো ভেঙ্গে না ফেলে ঘুষখোর কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও একশ্রেনীর নেতার কারণে সেগুলো চলে গেছে অন্যের দখলে। কোয়ার্টার ধ্বসে পড়ে যদি কারও প্রাণহানি ঘটে তাহলে এর দায়ভার কে নেবে।