খুলনা- মাওয়া মহাসড়কের ফকিরহাটের মূলঘর নামক স্থানে আজ সোমবার ভোর সাড়ে তিনটার দিকে মংলা থেকে আসা টাওয়াার এর মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে ড্রাইভার নিহত হয়েছে। নিহত ট্রাক ড্রাইভারের নাম কামাল শেখ(৩৫)। তার বাসা খুলনার মিস্ত্রিপাড়ার নুরনগর এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় ট্রাকের হেলপার শামীম হাসানকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে ট্রাক ড্রাইভার এর মৃতদেহটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ট্রাকটি মোংলা থেকে বিদ্যুতের সরমঞ্জাম নিয়ে বরিশালে যাওয়ার পথে ট্রাকের সামনের চাকা ফেটে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।