দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গুচ্ছ গ্রামে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা প্রবল বর্ষনে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গুচ্ছ গ্রামের এলাকা প্লাবিত হয়ে ১২০ টি পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ, কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান ও সাংবাদিক সুকুমার রায় গুচ্ছ গ্রাম পরিদর্শন করেন এবং লোকজনের খোঁজ-খবর নেন।