কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। যায়যায়দিনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ১৫ জুলাই সোমবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কেক কাঁটা এবং আলোচনা অনুষ্ঠান হয়। নাগেশ্বরী প্রতিনিধি ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সদস্য রওশন আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, দৈনিক দিনকাল ও বায়ান্নর আলো’র প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, দৈনিক ভোরের দর্পণ ও যুগের আলো’র প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দৈনিক সকলের খবর প্রতিনিধি এম. আর মিন্টু, লতিফুর রহমান লিংকন, দৈনিক নতুন স্বপ্ন’র প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।