সংবাদ মাধ্যমের ইতিহাসে অন্যতম নাম যায়যায়দিন। এই পত্রিকাটি গণমাধ্যমে সৃষ্ঠিশীলনা, সৃজনশীলতা সহ নানান দিকে অবদান রেখে চলেছে। দৈনিক যায়যায়দিন পত্রিকাটি গুটিগুটি পায়ে হাঁটতে হাঁটতে ১৪ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে রাজশাহী জেলায় গোদাগাড়ী উপজেলায় এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
১৫ জুলাই সোমবার বেলা ১১ টায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গোদাগাড়ী শাখার আয়োজন উপজেলা মিলনায়তনে এর প্রতিষ্ঠাবর্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে উপজেলা ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অতিথিদের অংশ গ্রহণে কেক কাঁটা হয়।
এই সময় গোদাগাড়ী উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রশিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হায়দার আলী গোদাগাড়ী মডেল থানার এসআই আমিনুল ইসলাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি আবদুল বাতেন, সহ-সভাপতি আব্দুল্লাহ-আল- মামুন, নির্বাহী সদস্য আকবর আলী, ইমন, আল-আমিন,মাসুম, ঝর্ণসহ শিক্ষক, বিজিবি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সময় বক্তরা যায়যায়দিন পত্রিকার উত্তরাত্তর সফলতা কামনা করে বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গোদাগাড়ীতে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিয়ে, বৃক্ষরোপন, চিত্রাংকন সহ যেসব সামাজিক কর্মকা- পরিচালনা করে তা চালিয়ে যাওয়ার এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।