জাতীয় পার্টির চেয়ারম্যান, নয় বছরের রাষ্ট্রনায়ক, বর্তমান ১১তম সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে কালিগঞ্জ উপজেলা ছাত্র সমাজের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি নূর ইসলাম বাবু, সহ-সভাপতি আসাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ শাওন, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার খাঁন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান, ছাত্রসমাজ নেতা সুমন গাজী, জাহিদুল ইসলাম, ইব্রাহিম, নাজমুল ইসলাম, হাফিজুর ইসলাম, আবদুর রহমান, সেলিম হোসেন প্রমুখ।