নওগাঁর পোরশায় জোরপূর্বক দু’টি ইউক্যালিপটাস গাছ কেটে নেয়ার দায়ে তিনজনকে বিবাদী করে থানায় অভিযোগ করেছে তাইতোড় মুরুলিয়া গ্রামের শিয়াল উরাও এর ছেলে স¤্রাট উরাও। গাছগুলি তার নিজ মালিকানাধীন এবং ২০হাজার টাকা দাম বলে দাবি করে তিনি ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, জালুয়া মোড় গ্রামের মৃতু আবদুর রশিদের ছেলে হাবিবুর তার স্ত্রী মঞ্জুয়ারা ও ছেলে মামুন যোগসাজসে গত ১০জুলাই গাছগুলি কেটে নেয়ার সময় বাধা দিলে বিবাদিরা বিভিন্ন গালিগালাজ সহ তাদের মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগে স¤্রাট উল্লেখ করেন। তিনি এ আইনগত ব্যবস্থা দাবি করেন। এ বিষয়ে স¤্রাট জানান, হাবিবুর একজন গাছদুষ্য। গত বছরের ২৩ মে একই স্থান থেকে সে ২০হাজার টাকা মূল্যের ইউক্যালিপটাস গাছ কেটে আত্মসাৎ করে। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ করে কিছুই হইনি। ফলে তার দু:সাহস বেড়ে গেছে। তার ব্যবস্থা হওয়া দরকার। সরজমিনে সাংবাদিকরা ঘটনা স্থলে গেলে গাছ কেটে নেয়ার কথা হাবিবুর স্বীকার করেন। অভিযোগের ব্যাপারে পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান জানান, অভিযোগ পত্রটি এখন দেখিনি। দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।