নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মোড় রহমানিয়া মার্কেটে গড়ে তোলা নূর ফাউন্ডেশন ক্লিনিক নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা নিয়মিত হয়ে দাড়িয়েছে। বিভিন্ন সময় প্রসূতি সহ বিভিন্ন রোগীর মৃতুর ঘটনা ঘটলেও কতৃপক্ষের যেন কোন মাথা ব্যাথা নেই। ফলে ক্লিনিকটি যেন মৃত্যৃর ফাঁদে পরিনত হয়েছে। ক্লিনিকটির স্বত্তাধীকারী আনসার আলী যেন অদৃশ্য কলকাঠিতেই চালাচ্ছেন প্রতিষ্ঠানটি। তবে সাইন বোর্ড বিহিন প্রতিষ্ঠানটি ও আনসার আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিস্তর। ক্লিনিকটিতে কোন গাইনি বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ ডাক্তার নেই, ডিপ্লোমা নার্স, এছাড়াও যন্ত্রপাতির মধ্যে ইয়ারটিউব, আম্বুব্যাগ, এক্্ররে মেশিন সহ প্রয়োজনীয় কোন যন্ত্রপাতি নেই। এছাড়াও ক্লিনিকটিতে এনেসথেটিষ্টও নেই। তার পরেও বিভিন্ন রোগের চিকিৎসা ও সার্জারী করার কথা বলে মাইকিং ও প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন কতৃপক্ষ। ফলে ভর্তিকৃত রোগীদের মধ্যে সিজারের রোগীদের মৃতুর ঘটনা ঘটে নিয়মিত। আর আনসার আলী একজন সাধারন শিক্ষিত হলেও নিজকে ডাক্তার পরিচয় দিয়ে নিয়মিত রোগী চিকিৎসা করে সাধারন জনগনের সাথে প্রতারনা করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক ব্যাক্তি নাম না প্রকাশ করার শর্তে জানান, ক্লিনিকটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সিজারীয়ান ও সার্জারীর ভুল চিকিৎসায় প্রায় ১০জনের অধিক নিরিহ লোক মারা গেছে। আর প্রসূতি মারা যাওয়া নিয়মিত ঘটনা হয়ে গেছে। ক্লিনিকের স্বত্তাধীকারী চতুর ব্যাক্তি হওয়ায় অর্থের মাধ্যমে ম্যানেজ করে ক্লিনিক পরিচালনা করছেন বলেও তার জানান। এছাড়াও অনৈতিক কর্মকান্ডের জন্য স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় আনসার আলীর জরিমানা করেছেন এবং পত্রপত্রিকায় খবর বের হলেও তার কিছু হয়না বলে তারা জানান। সম্প্রতি এরকম একটি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তারা জানান। তবে তারা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়ী করছেন এবং অবিলম্ভে ক্লিনিকটি বন্ধের দাবী জানান। এ বিষয়ে জানতে নুর ফাউন্ডেশন ক্লিনিকের স্বত্তাধীকারী আনসার অলীর সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি ফোনে কথা বলতে রাজি হননি। নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ মমিনুল হকের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি পরিদর্শন করে ব্যবস্থা নিবেন বলে জানান।