টানা মৌসুমি ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে বাংলাদেশ, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও নেপালে বাড়ছে নিহতের সংখ্যা।নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো ২৯ জন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল রোববার নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানায়।
গত বৃহস্পতিবার থেকে হিমালয়কন্যা নেপালে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় রাজধানী কাঠমান্ডুসহ মাহোত্তারি, বিরাটনগর, ললিতপুর, কাবেরি, কোটাং, ভোজপুর ও মাকানপুরে বন্যা ও ভূমিধসের ঘটনায় এসব প্রাণহানি হয়েছে। এর মধ্যে শুক্রবার রাতেই মারা যান ১৫ জন। এদিকে, কাঠমান্ডুর বিভিন্ন সড়কও বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্গত এলাকা থেকে অনেককে উদ্ধার করা হয়েছে।