শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা পৌনে বারটায় পৌর শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ হোসেন, আবদুল কাদের ও লিখন হোসেন।
উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক নাজনীন নাহার পপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবীর, সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলাম আসাদ, সাবেক ছাত্রলীগ নেতা জাকির জাহান মোল্লা, ছাত্রলীগ নেতা রুবেল হোসেন, হযরত আলী, ইকবাল হোসেন, শোভন দেওয়ান, শোভন হোসেন, সোহেল দেওয়ান, সাকিব হোসেন, ইব্রাহিম হোসেন প্রমুখ।