যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা মুলতবি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভাটি শুরুর পরই জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুর বোন ও দুলাভাই সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ আসলে শোক প্রস্তাব এনে সভাটি মুলতবি করা হয়।
এরআগে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, সহ-সভাপতি ও সম্পদক মন্ডলী এবং সদস্যদের উপস্থিতিতে কার্যানির্বাহী কমিটির সভা শুরু হয়। সভা থেকে এসএম মাহমুদ হাসান বিপুর বোন ও দুলাভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।