মাগুরা-যশোর সড়কের সীতারামপুর এলাকায় শনিবার সন্ধ্যায় প্রাইভেট কার উল্টে মহসিন সর্দার (৫০) নামে যশোরের বই ব্যবসায়ী ও তার স্ত্রী রীনা বেগম (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)।
মাগুরা সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে নিজস্ব প্রাইভেট কারে যশোরের জনতা লাইব্রেরির মালিক বাংলাদেশ পুস্কক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক মহসিন সর্দার, তার স্ত্রী রীনা বেগম, মেয়ে তাসমিন, ভাতিজা হাসান ইমাম পারিবারিক প্রয়োজনে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। মহসিন সর্দার কারটি নিজেই ড্রাইভ করছিলেন। তাদের বহনকারি প্রাইভেট কারটি মাগুরা শহরের কাছাকাছি সীতারামপুর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এ সময় মহসিন সর্দার ও তার স্ত্রী রীনা বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ওই দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম। আহত দু’জনকে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হতাহতদের বাড়ি যশোর শহরের কাজীপাড়ায়।