বগুড়ার শাজাহানপুরে ৬ বছরের শিশু কন্যা ও পৃথক ঘটনায় নন্দিগ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। শাহাজাহনপুরে শিশুটির মা বাদী হয়ে শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক উপজেলার বিহিগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র ভ্যান চালক দুলাল মিয়া (৪০) পলাতক রয়েছে। নন্দীগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে আটকে রেখে ধর্ষনের ঘটনা ঘটেছে। উভয় ঘটনায় ধর্ষকরা পলাতক রয়েছে।
শাহাজাহনপুর থানায় দায়েরকরা মামলার এজাহার সূত্রে জানাগেছে, অভিযুক্ত দুলাল মিয়ার মেয়ে দোলা খাতুনের (৭) খেলার সাথী পাশবিক নির্যাতনের শিকার ওই কন্যা শিশু। গত ৮ জুন স্কুল থেকে ফিরে দোলা খাতুনের সাথে খেলা করার উদ্দেশ্যে তাদের বাড়িতে যায় া। কিন্তু সে সময় ওই বাড়িতে দোলা খাতুন ও তার মা বাড়িতে ছিলেন না। বাড়িতে বাড়িতে ছিলেন দোলা খাতুনের বাবা দুলাল মিয়া। সুযোগ বুঝে দুলাল মিয়া শিশুটিকে কাছে ডেকে তার হাত ধরে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে দুলাল হোসেন তাকে ভয় দেখিয়ে বিষয়ে কাউকে বলতে নিষেধ করে। শিশুটি বাড়িতে ফিরে যায় এবং বিষয়টি গোপন রাখে। কিন্তু বাড়িতে ফেরার পর রাতের বেলা শিশুটির প্রচন্ড পেট ব্যথা শুরু হলে সে কান্নাকাটি করতে থাকে। এমতাবস্থায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির মা জানিয়েছেন, গত ৪ জুলাই বৃহস্পতিবার শিশুটি তার চাচীকে সবকিছু খুলে বললে বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে গতকাল রোববার মামলা দায়ের করা হয়।
শাজাহানপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) মো. আজিম উদ্দীন জানিয়েছেন, শিশু ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য শিশুটিকে হাসপাতালে পাঠনো হয়েছে। এ ছাড়া আসামি গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে। খুব শীঘ্রই আসামি গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে পৃথক ঘটনায় শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার বাঁশো দিঘীরপাড় গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০) কর্তৃক এলাকার ছোট চাঙ্গুইর গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৫)কে শুক্রবার বাড়িতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে রাতে বিয়ের প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষন করে। এরপর শনিবার সারাদিন তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে। শনিবার সকাল থেকে পরিবারের লোকজন ওই কিশোরীকে খুঁজতে থাকে। সন্ধ্যার পর মেয়েটির চিৎকারে গ্রামের লোকজন জানতে পেরে ঘরের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক মোয়াজ্জেম বাড়ি ছেড়ে পালিয়ে যায়।