গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা সহ বগুড়া জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। ঢলের পানির কারণে যমুনা নদীতে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি পেয়ে ইত্ব মধ্যই জেলার ৩টি উপজেলার নি¤œাঞ্চল তলিয়ে গেছে। গত ৪৮ ঘন্টায় সারিয়াকান্দির একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এলাকার প্রায় শতাধিকপরিবার গৃহহীন হয়ে পড়েছে।সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলা ছাড়াও শেরপুর উপজেলার নি¤œাঞ্চল তলিয়ে গেছে। জেলার বাঙ্গালী করতোয়া নদী সহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে পাইবো।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি পেয়ে রবিবার বিকাল ৬টায় বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে নিশ্চিত করে স্থানীয় পাউবো। এ কারণে ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার নদী তীরের নিম্নাঞ্চল এবং দুর্গম চর প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে।
এদিকে পানি যত বাড়ছে, পানিবন্দী মানুষের দুর্ভোগ ততই বাড়ছে। পানি ঢুকে পড়ায় ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে।
জানা গেছে, যমুনার ঢলে সারিয়াকান্দির চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা, কর্নিবাড়ি, বোহাইল, চন্দনবাইশা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়ন ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়ন, এবং সোনাতলার পাকুল্যা ও তেকানীচুকাইনগর ইউনিয়নের কমপক্ষে ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পাট, আউশ ধানসহ বিস্তীর্ণ ফসলের ক্ষেত।
সরকারী এক তথ্যমতে জেলা ত্রাণ ভা-ারে ৫০০ মেট্রিক টন চাল এবং তিন লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জেলা ও উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বগুড়া পাউবোরএক সূত্র মতে, যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। গত কাল রবিবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বিউবো সূত্রে আগামি এক সপ্তাহ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারনা করা হয়েছে।